Dr. Neem on Daraz
Victory Day
আগামী নিউজে সংবাদ প্রকাশের পর

বেতন বোনাস পেলো উত্তরাঞ্চলের ৩৫০ জন আরএনবি সদস্য


আগামী নিউজ | জিকরুল হক, উত্তরাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ১২:৪৩ পিএম
বেতন বোনাস পেলো উত্তরাঞ্চলের ৩৫০ জন আরএনবি সদস্য

ফাইল ফটো

নীলফামারীঃ দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল আগামী নিউজে সংবাদ প্রকাশিত হওয়ার পর বেতন বোনাস পেলো উত্তরাঞ্চলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ৩৫০ জন সদস্য।

নির্দিষ্ট সময়ে বেতন বোনাস না মেলায় ফিকে হতে চলেছে ঈদ আনন্দ আরএনবি’র ৩৫০ সদস্যের এই সংবাদটি ফলাও করে প্রচার হয় আগামী নিউজে গত ১৫ জুলাই। সময়ের চক্রজানে বাড়তে থাকে ওই নিউজের ভিউয়ার্স।

নজরে আসে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের। ১৬ জুলাইয়ে কর্তৃপক্ষ বেতন বোনাস প্রদানে সকল প্রস্তুতি সম্পন্ন করে কাগজে কলমে। অনলাইনে চলে আসে টাকা। আজ শনিবার সকালে বেতন বোনাস প্রদান করা হয় আরএনবি’র ওই সদস্যদের। ভূক্তভোগী এসব ব্যক্তিরা তাদের কাঙ্খিত অর্থ পেয়ে ধন্যবাদ জানায় আগামী নিউজ পরিবারকে। জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন আরএনবি’র লালমনিরহাট ডিভিশনের কমান্ডেন্ট আব্দুস সালাম সরকার।

উল্লেখ্য, প্রতি মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে আএনবি’র সদস্যরা বেতন পান। উৎসবের সময়ে প্রায় একই তারিখে উৎসব বোনাসও তাদের দেয়া হয়। কিন্তু গত দুই মাসে তাদের বেতন ভাতা পরিশোধ করছে কর্তৃপক্ষ নির্দিষ্ট তারিখের ১৬ থেকে ১৭ দিন পর। এই বিষয়টিকে ঘিরেই দেশের জননন্দিত অনলাইন পোর্টাল আগামী নিউজে গত ১৫ জুলাই মানবিক আবেদন সম্পন্ন একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে