ফরিদপুরঃ জেলার মধুখালীতে শেষ মুহূর্তে জমে উঠেছে আসন্ন ঈদুল আজহার পশুর হাট। স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে চলছে হাটের বেচাকেনা। ক্রেতাদের সমাগম বাড়ায় গরুর দাম কিছুটা বেড়েছে। এতে হতাশাগ্রস্ত খামারিদের মুখে কিছুটা হাসি ফুটেছে। সরেজমিন দেখা যায়, প্রখর রোদ, বৃষ্টি গরমের মধ্যেই হাটে পশু বেচাকেনা হচ্ছে। উপজেলার বাগাট, পৌরসভা, ব্যলেস্বর, ব্যাসদী, বামুন্দীর হাটগুলো সরগরম হয়ে উঠেছে ।
মধুখালী পৌরসভা হাটের ক্রেতা মো সোহাগ সেখ জানান, লকডাউন শিথিল হওয়ায় গত দুই-তিনের হাটের চেয়ে এখন হাটে গরুর বাজার ঊর্ধ্বমুখী। এতে ক্রেতারা খুশি না হলেও খামারি ও বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে।
ব্যসদী হাটের ক্রেতা মো: নাসিম বলেন শুক্রবার হাটে যে গরুর দাম ছিল ৫৫-৬০ হাজার সেই গরু আজ ৭০-৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, অনেকেই পশুকে খাওয়ানো ও রাখার বিষয়টি ঝামেলা মনে করে শেষ দিকে গরু কিনছেন। তাই এখন ক্রেতা বেশি দামও বেশি। মধুখালী পৌরসভা হাটের ইজারাদারদের নিকট থেকে জানা যায় প্রথম দিকে গরুর বাজার দেখে হতাশ হয়েছিলাম। শেষ মুহূর্তে এসে বাজার কিছুটা ভালো হয়েছে। তবে গত বছরের তুলনায় বিক্রি অনেক কম হচ্ছে।