বগুড়াঃ জেলায় করোনাভাইরােস আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন কের আক্রান্ত হয়েছেন আরো ১৭৬ জন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজ্জাদ-উল-হক।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৫২৪টি নমুনা পরীক্ষায় ১৭৬জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৫৮ শতাংশ। এদের মধ্যে সদরের ১০৩, শেরপুরের ১৮, গাবতলীতে ৩, শিবগঞ্জে ২, ধুনটে ৬, শাজাহানপুরে ৩, নন্দীগ্রামে ৫, দুপচাঁচিয়ায় ৯, সারিয়াকান্দি ১০, কাহালুতে ১৩ এবং সোনাতলায় ৪জন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১০২জন।
তিনি জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৫৪৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫১জন এবং ৪৯১জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২ হাজার ৪জন চিকিৎসাধীন।