Dr. Neem on Daraz
Victory Day

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে ৪২ জনের করোনায় শনাক্ত ,সংক্রমণের হার ৩২%


আগামী নিউজ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৩, ২০২১, ১০:৫০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন  করে ৪২ জনের করোনায়  শনাক্ত ,সংক্রমণের হার ৩২%

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়াঃ সদর উপজেলায় নতুন ৩৩ জনসহ জেলায় নতুন ৪২ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৪৯৭০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৩৯২৬ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

সর্বশেষ জেলায় ৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ১৩১টি রিপোর্টে নতুন আরও ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৩৩ জন, আখাউড়া উপজেলায় ০৬ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন ও বিজয়নগর উপজেলায় ০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৪৯৭০ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২১২৩ জন, আখাউড়া উপজেলায় ৩৫১ জন, বিজয়নগর উপজেলায় ১৪৫ জন, নাসিরনগর উপজেলায় ১৫০ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৮৭ জন, নবীনগর উপজেলায় ৬৫৬ জন, সরাইল উপজেলায় ২৩৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৪৬৬ জন ও কসবা উপজেলায় ৫৫৩ জন।

সর্বশেষ জেলায় ৩৯২৬ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। উপজেলা ভিত্তিক নতুন ০৮ জনের সুস্থতার তালিকা এখনো জানা যায়নি। তবে গতকাল পর্যন্ত সদর উপজেলায় ১৭৪৩ জন, আখাউড়া উপজেলায় ২৬৫ জন, বিজয়নগর উপজেলায় ১২৪ জন, নাসিরনগর ১৩২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২২৭ জন, নবীনগর উপজেলায় ৫০৩ জন, সরাইল উপজেলায় ১৬৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৭৫ জন ও কসবা উপজেলায় ৩৮২ জন।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৭৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৩ জন, আখাউড়া উপজেলায় ১৩ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৬ জন, সরাইল উপজেলায় ০৪ জন, আশুগঞ্জ উপজেলায় ০৫ জন ও কসবা উপজেলায় ০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৪৯৭০ জন আক্রান্তের মধ্যে ৩৯২৬ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৩৬ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৮৯২ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৪৪ জন রোগী।

এখন পর্যন্ত জেলায় ৪০৭৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪০৭৬১ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৪৯৭০ জন আক্রান্ত হয়েছে৷

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে