Dr. Neem on Daraz
Victory Day

নাটোরে আরো ৮ জনের মৃত্যু


আগামী নিউজ | আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধিঃ প্রকাশিত: জুলাই ১৩, ২০২১, ০৮:২৭ পিএম
নাটোরে আরো ৮ জনের মৃত্যু

ফাইল ছবি

নাটোরঃ জেলায় করোনায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নাটোরে মৃতের সংখ্যা সরকারী হিসেবে ৮৮ জন। অপরদিকে গত ২৪ ঘন্টায় নাটোর জেলায় মোট ২৯৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৪ জন যার শনাক্তের হার ৩২.০৮ ভাগ।

সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন ডাক্তার  মিজানুর রহমান জানান, গত ২৪ঘন্টায় নাটোর সদর হাসপাতালে ২জন এবং রাজশাহীতে ৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। 

মৃতরা হলো যথাক্রমে বাগাতিপাড়ার আনোয়ারের ছেলে অভিজান(৭০), একই উপজেলার সামাদের ছেলে মোজেম্মাল(৭৫), ইসমাইলের স্ত্রী সাবিনা(৪৫), মহব্বত শাহর ছেলে শাহ মো: মকুল(৯০), লালপুরের আলম(৫৫), সিংড়া উপজেলার  হায়দার মো: সাইফুল্লাহ, একই উপজেলার মহিবুল্লাহর ছেলে সাত্তার(৬৫) এবং নলডাঙ্গার সলেমানের ছেলে ইউসুফ(৭০)।

তিনি আরো বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় আরটিপিসিআর মেশিনে ৪২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩ জন র‍্যাপিড এন্টিজেন পরীক্ষায় ২০৮ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে ৭০ জনের আর জিন এক্সপার্ট মেশিনে ৪৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। এতে মোট ২৯৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৪ জনের যেখানে শনাক্তের হার ৩২.০৮ ভাগ। এর ফলে এপর্যন্ত  জেলায় মোট ২১,৯৩০ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হলেন ৫,২৩৭ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছে ৮৮ জন আর সুস্থ্য হয়েছে ২,৩২৩ জন। 

 গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে ৭০ বেডের বিপরীতে রোগী ভর্তি আছে ৭৭ জন বলে জানিয়েছেন সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে