Dr. Neem on Daraz
Victory Day

আটোয়ারীতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ


আগামী নিউজ | আব্দুল করিম, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৩, ২০২১, ০৬:১৮ পিএম
আটোয়ারীতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

ছবিঃ আগামী নিউজ

পঞ্চগড়ঃ জেলার আটোয়ারীতে করোনা ভাইরাস বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউনের  বিধি নিষেধ আরোপের ফলে ক্ষতিগ্রস্থ বিভিন্ন পেশাজীবি শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণকার্যক্রম অব্যাহত রয়েছে।

ইতিমধ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে হোটেল শ্রমিক, নরসুন্দর শ্রমিক, মুচি, অটো বাইক শ্রমিক, সিএনজি শ্রমিক ও দর্জি শ্রমিকদের মাঝে  প্রধানমন্ত্রীর উপহার প্যাকেজ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, চলমান করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্থ সকল শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। প্রধানমন্ত্রীর উপহার সমাগ্রী প্যাকেজ(চাল ১০ কেজি ,আলু ৩ কেজি, লবন ১ কেজি, মুশারী ডাল ১ কেজি ও সোয়াবিন তেল ১লিটার) বিতরণ করা হচ্ছে। অব্যাহত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

স্বাস্থ্যবিধি মেনে  উপকারভোগীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

সোমবার উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, ওসি মোঃ ইজার উদ্দীন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ সেলিম, বণিক সমিতির সম্পাদক জামিলুর রেজা মানিক প্রমুখ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে