মুন্সীগঞ্জঃ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের দেহে করোনা ভাইরাস(কোভিড ১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬৭৬৫ জনের দেহে করোনা ভাইরাস(কোভিড ১৯) শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোন প্রাণহানির ঘটনা ঘটে নাই। এখন পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বমোট ৭৫ জনের প্রাণহানি ঘটেছে।
সোমবার (১২জুলাই),জেলার সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আগামী নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২ দিনের ২৯৫ টি নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে ১৪১ জনের দেহে করোনা ভাইরাস(কোভিড ১৯) শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ১৪১ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদরে সর্বোচ্চ ৭১ জন,সিরাজদিখান উপজেলায় ২৪ জন,গজারিয়া উপজেলায় ২২ জন, শ্রীনগর উপজেলায় ১৬ জন,টংগীবাড়ী উপজেলার ৬ জন এবং লৌহজং উপজেলায় ২ জন রয়েছেন।গত ২৪ ঘণ্টায় ৩২ জন সহ এপর্যন্ত জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬১৩১ জন।
এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন।অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।