Dr. Neem on Daraz
Victory Day

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে সর্বোচ্চ করোনাক্রান্ত


আগামী নিউজ | মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ০৫:৪৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে সর্বোচ্চ করোনাক্রান্ত

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার নবীনগর উপজেলায় নতুন ৪৮ জনসহ জেলায় নতুন ১৫৪ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৪৮৮৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৩৮৪৯ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে। সর্বশেষ জেলায় ৭২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

রোববার (১১ জুলাই) বিকেলে সাড়ে ৫টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ৪৯৪টি রিপোর্টে নতুন আরও ১৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, কসবা উপজেলায় ৪১ জন, সরাইল উপজেলায় ৪ জন, আখাউড়ার উপজেলায় ১ জন, আশুগঞ্জ উপজেলায় ১৩ জন, নাসিরনগর উপজেলায় ১ জন, বিজয়নগর উপজেলায় ২ জন, নবীনগর উপজেলায় ৩৩ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৪৮৮৫ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২০৯১ জন, আখাউড়া উপজেলায় ৩৪৫ জন, বিজয়নগর উপজেলায় ১৪৩ জন, নাসিরনগর উপজেলায় ১৪৭ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৮৭ জন, নবীনগর উপজেলায় ৬২৬ জন, সরাইল উপজেলায় ২৩৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৪৫৯ জন ও কসবা উপজেলায় ৫৫৩ জন।

সর্বশেষ জেলায় ৩৮৪৯ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। তার মধ্যে সদর উপজেলায় ১৭০০ জন, আখাউড়া উপজেলায় ২৫৮ জন, বিজয়নগর উপজেলায় ১২৪ জন, নাসিরনগর ১৩২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২২৭ জন, নবীনগর উপজেলায় ৫০৩ জন, সরাইল উপজেলায় ১৬৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৭৫ জন ও কসবা উপজেলায় ৩৬২ জন।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২১ জন, আখাউড়া উপজেলায় ১৩ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৪ জন, নবীনগর উপজেলায় ১৫ জন, সরাইল উপজেলায় ৪ জন, আশুগঞ্জ উপজেলায় ৫ জন ও কসবা উপজেলায় ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৪৮৮৫ জন আক্রান্তের মধ্যে ৩৮৪৯ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮১৭ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৭৮০ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৩৭ জন রোগী।

এখন পর্যন্ত জেলায় ৪০১৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪০১৯২ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৪৮৮৫ জন আক্রান্ত হয়েছে৷

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে