Dr. Neem on Daraz
Victory Day

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান


আগামী নিউজ | জহুরুল ইসলাম জহির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৯, ২০২১, ১২:৪০ পিএম
চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান

ছবিঃ আগামী নিউজ

চাঁপাইনবাবগঞ্জঃ মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও অসহায় অসুস্থ রোগীদের জন্য চাঁপাইনবাবগঞ্জে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন বগুড়া।

আজ বেলা ১১ টা থেকে বেঙ্গল ক্যাভালরি আয়োজনে ও ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের সার্বিক পরিচালনায় জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় শতাধিক রোগীকে বিশেষ এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ সময় বিনামূল্যে ঔষধ বিতরন, চেকআপ ও প্রয়োজনীয় পরামর্শও প্রদান করা হয়।

বেঙ্গল ক্যাভালরির কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফেরদৌস আরিফের নেতৃত্বে এবং লেফটেন্যান্ট তানভীরের সার্বিক তত্ত্ববধানে সামাজিক দূরত্ব বজায় রেকে স্বাস্থ্যবিধি মেনে এই চিকিৎসা সেবা প্রদান করেন ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ক্যাপ্টেন ডা. নওশীন সালসাবিল শামীরা।

এছাড়াও বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন আশিক বিন আজাদের নেতৃত্বে শহরের বিভিন্ন জায়গায় করোনা সচেতনতায় সেবাবাহিনীর একটি টিম মাইকিংসহ টহল দেয়। সেই সাথে লডকাউনে মাক্স ছাড়া বাইরে বের হওয়া লোকজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জরিমানা করা হয়। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে