Dr. Neem on Daraz
Victory Day

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি : বিএনপি নেতার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা


আগামী নিউজ | ঝালকাঠি প্রতিনিধি  প্রকাশিত: জুলাই ৮, ২০২১, ০৯:২২ পিএম
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি : বিএনপি নেতার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ফাইল ছবি

ঝালকাঠিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে পোষ্ট দেয়ার অভিযোগে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাতে রাজাপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাব্বির খান বাদি হয়ে এ মামলা  দায়ের করেন। জামাল জেলা বিএনপির আহবায়ক কমিটির ৭নম্বর সদস্য ও ২০০৮ সালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।  

মামলা সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল তার নিজ ফেসবুক আইডি থেকে গত ৪ জুলাই রাত ১০ টা ৩১ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের জড়িয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে মিথ্যা ও মনহানিকর তথ্য প্রচার করে।  রাজাপুর থানার ওসি তদন্ত অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২) ২৯ (১)/৩১ (২) ধারায় এ মামলা রেকর্ড করা হয়েছে ।  
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে