Dr. Neem on Daraz
Victory Day

ঐতিহ্যবাহী ধাপসুলতানগঞ্জে বাঁধভাঙা পশুর ঢল


আগামী নিউজ | দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৮, ২০২১, ০৬:৩৭ পিএম
ঐতিহ্যবাহী ধাপসুলতানগঞ্জে বাঁধভাঙা পশুর ঢল

ছবিঃ আগামী নিউজ

বগুড়া: জেলার দুপচাঁচিয়া উপজেলায় অনিশ্চয়তা ভেঙ্গে অবশেষে করোনা ভাইরাস প্রতিরোধের  শর্ত  আরোপে অনুমোদিত   উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ধাপসুলতানগঞ্জ হাটে নেমেছে  বাঁধভাঙা পশুর ঢল।

বৃহস্পতিবার ( ৮ জুলাই)  সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও হাট পাশ্ববর্তি এলাকা থেকে বিভিন্ন আকারের গরু, ছাগল ও ভেড়া ছোট ছোট যানবাহন সহযোগে  হাট অভিমুখে প্রবেশ করতে দেখা যায়।

বেলা ১১ টার দিকে ওই পশুর হাটে প্রবেশ করে দেখা যায়, বিভিন্ন আকৃতির কুরবানী উপযোগী পশু দ্বারা পরিপূর্ণ হাটে তিল ধারনের জায়গা নাই। হাটের প্রবেশ পথ গুলোতে হাত ধোঁয়ার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য চলছে মাইকিং। হাট কর্তৃপক্ষের তরফে চেষ্টা থাকলেও ভিড়ের কারনে সম্ভব হয়নি সামাজিক দুরুত্ব রক্ষা করা।

পশু ক্রয় করতে আসা কিছু ক্রেতা আগামী নিউজকে জানায়, প্রচুর আমদানি থাকলেও হাটে কুরবানী উপযোগী পশুর দাম তুলনামূলক বেশি চাওয়া হচ্ছে। এজন্য পশুর কেনার হার একটু কম।

এ ব্যাপারে জানতে চাইলে বিক্রেতারা আগামী নিউজকে জানান, গত বছরের তুলনায় সামান্য পরিমানে দাম বেশি চাওয়া হচ্ছে। পশু খাদ্যের দাম বাড়ার পাশাপাশি পশু লালন পালনে শ্রমিকের মজুরিও বেড়েছে। তাই কিছুটা বাড়তি দামে পশু বিক্রি করতে না পারলে ক্ষতির শিকার হতে হবে।

উল্লেখ্য, কুরবানী ঈদের পূর্বে ১৫ জুলাই (বৃহস্পতিবার) আবারও বসতে যাচ্ছে উত্তরবঙ্গের বৃহত্তর এই পশুর হাট।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে