Dr. Neem on Daraz
Victory Day

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ১৭


আগামী নিউজ | আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২১, ০১:২৪ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ১৭

ফাইল ফটো

ময়মনসিংহঃ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। যা একদিনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। পূর্বে একদিনে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছিল। আজ যারা মারা গেছে এদের মধ্যে ৫ জন করোনা শনাক্ত হয়ে এবং ১২ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
বুধবার সকাল ৮ টা থেকে আজ সকাল ৮ টার মধ্যে ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যান- শেরপুরের ঝিনাইগাতীর মোরশেদা বেগম  (৬৫), ময়মনসিংহ সদরের ইদুন্নেসা (৮০), আকুয়ার শামসুল আলম (৭৫), নেত্রকোনা সদরের কুলসুম আক্তার (৫৫) এবং শেরপুর সদরের বিশ্বজিৎ দেব (৭৫)।
 
এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহে ফুলবাড়িয়ার ইব্রাহিম মিয়া (৫০), সদরে আব্দুল আজিজ (৪২), ডা. মোহাম্মদ মোস্তফা (৭৩), নান্দাইলের রুপা বেগম (১৯), শেরপুর সদরের রিপন ঘোষ (৪৫), রাশিদা বেগম (৫০), নালিতাবাড়ির শামিমা বেগম (৪৫), নেত্রকোনা সদরের হোসেন আলী (৮০), আব্দুল জব্বার (৯২), জামালপুর সদরের মোজাহিদ মিয়া (২২) ও আবু বকর (৫৯) এবং সরিষাবাড়ির নারগিস আক্তার (২২)।
 
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, বুধবার সকাল পর্যন্ত আইসিইউতে ২১ জনসহ মোট রোগী ভর্তি আছেন ৩৭১ জন। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।
 
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, বুধবার  ৬৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২৩৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৫৮ শতাংশ।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে