Dr. Neem on Daraz
Victory Day

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মনি গ্রেফতার 


আগামী নিউজ | আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৭, ২০২১, ০৫:১৪ পিএম
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মনি গ্রেফতার 

ছবি: সংগৃহীত

ময়মনসিংহঃ জেলার মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মুক্তাগাছা থানা সূত্রে জানা যায়।

মুক্তাগাছার নাপিতখোলা মোড় থেকে মঙ্গলবার রাতে মনিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে বুধবার দুপুরে কামরুজ্জামান,জুয়েল,রানা দে ও শরীফ নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার সূত্রে তিনি বলেন,মঙ্গলবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ছিলেন ডা. এএইচএম সালেহীন মামুন।মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি দুপুরে হাসপাতালের নাম্বারে ফোন দিয়ে বলেন,তার মায়ের করোনার উপসর্গের কারনে বাসায় গিয়ে নমুনা সংগ্রহের জন্যে।

ডা. মামুন জানান,বাসায় গিয়ে নমুনা নেয়ার নিয়ম নেই,রোগীকে হাসপাতালে আনতে হবে।এর কিছুক্ষণ পর মনি ও তার সহযোগীরা হাসপাতালে গিয়ে মামুনকে মারধর করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল আকন্দ বলেন,রাতে ওই চিকিৎসক মুক্তাগাছা থানায় মামলা করার পর মনিকে গ্রেপ্তার করা হয়। পরদিন অন্যদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে