বরিশালঃ ভবন নির্মাণ কাজের তদারকি করতে গিয়ে বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নাজিম উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত মোতালেব হাওলাদারের ছেলে এবং উপজেলা সেচ্চাসেবকদলের সদস্য ছিলেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতর বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার নবাগত পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন জানান, নাজিম উদ্দিন তার বাড়ির পাশে দুইতলা একটি ভবন নির্মাণ করছিলেন। মঙ্গলবার ভবনটির একতলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সকালে কাজ দেখা-শোনার শ্রমিকদের সঙ্গে তিনি সেখানে উপস্থিত ছিলেন। এ সময় অসাবধানতা-বশত তার হাত নির্মাণাধীন ভবনের পাশে থাকা বিদ্যুতের তারে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি আরও বলেন, বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত অবস্থায় স্বজনরা নাজিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নাজিম উদ্দিনের মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।