বরিশালঃ প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল জেলা কমান্ড্যান্ট মো. আমমার হোসেন ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার পিপিএম।
এরমধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আমমার হোসেন রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছেন। আর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নিজ বাসায় আইসোলেশনে আছেন।
করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে রবিবার (৪ জুলাই) দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল জেলা কমান্ড্যান্ট আমমার হোসেন মুঠোফোনে জানান, তিনি ছুটি কাটাতে রাজধানী ঢাকায় অবস্থান করছিলেন। সেখানে অবস্থানকালীন করোনার লক্ষণ দেখা দিলে গত ২৮ জুন সকালে তিনি করোনা পরীক্ষা করালে রাতে রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সুস্থ্যতা লাভের জন্য এই কর্মকর্তা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
অপরদিকে বরিশাল জেলা পুলিশের চৌকস অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুদীপ্ত সরকার পিপিএম মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকার বিষয়টি জেলা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, শারিরিক অসুস্থ্যতা নিয়ে গত ২৫ জুন সুদীপ্ত সরকার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরেরদিন ২৬ তারিখ তার রিপোর্ট করোনা পজেটিভ আসে। সেই থেকে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। বর্তমানে জেলা পুলিশের দায়িত্বশীল এই কর্মকর্তা অনেকটা সুস্থ্য আছেন।