Dr. Neem on Daraz
Victory Day

শরীয়তপুরে করোনায় আক্রান্ত ৫৬


আগামী নিউজ | মোঃ জামাল হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২১, ০৫:৪২ পিএম
শরীয়তপুরে করোনায় আক্রান্ত ৫৬

ছবিঃ আগামী নিউজ

শরীয়তপুরঃ গত ২৪ ঘন্টায় মহামারী করোনা ভাইরাসে ৫৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে রয়েছে জেলার সদর উপজেলায় ১৯ জন, জাজিরা উপজেলায় ৩ জন, নড়িয়া উপজেলায় ৮ জন, ভেদরগঞ্জ উপজেলায় ১২ জন,ডামুড্যা উপজেলায় ৯ জন, গোসাইরহাট ৫ জনসহ মোট আক্রান্ত ২৪ ঘন্টায় ৫৬ জন বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য প্রশাসন।

আজ রবিবার (৪ জুলাই) জেলা স্বাস্থ্য প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

 

এ দিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি, তবে সুস্থ হয়েছেন ১৫ জন। এর মধ্যে সদরে ১৪ জন,এবং গোসাইরহাট ১ জন।
 
এ ছাড়াও গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে ১৩৪ জনের। তবে এ পর্যন্ত মোট জেলায় নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে মোট ১২৪১৩ জনের। 
 
এতে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার ফলাফল হাতে এসেছে ১৪৫ জনের। এ ছাড়াও এ পর্যন্ত নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফল মোট এসেছে ১২২৯৫ জনের। 
 
গত ২৪ ঘন্টায় জেলায় কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে করোনার প্রথম থেকে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু বরণ করেছেন ২৯ জন। যার মধ্যে সদরে ৫ জন, জাজিরা ৩ জন, নড়িয়া ১৪ জন, ভেদরগঞ্জ ৫ জন, ডামুড্যা ১ জন, এবং গোসাইরহাট ১ জন সহ সর্বমোট মিলিয়ে ২৯ জন।
 
সুস্থের বিষয়ে জানতে চাইলে জানা যায়,গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫ জন, এ ছাড়াও জেলায় মোট সুস্থ এখন পর্যন্ত ২২৩৫ জন। যার মধ্যে এ পর্যন্ত সদরে ৯২৬ জন, জাজিরা ২৫১ জন, নড়িয়া ২৬৯ জন, ভেদরগঞ্জ ২৮৮ জন, ডামুড্যা ২৮৮ জন, এবং গোসাইরহাট ২৭৩ জন সহ মোট মিলিয়ে ২২৩৫ জন।
 
এ ছাড়াও বর্তমানে সক্রিয় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৭৭ জন। বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন। 
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে