Dr. Neem on Daraz
Victory Day

বরিশালে ঢিলেঢালাভাবে চলছে ‘কঠোর লকডাউন’!


আগামী নিউজ | নূর নবী জনী, বরিশাল ব্যুরো প্রকাশিত: জুলাই ৪, ২০২১, ১১:৩৫ এএম
বরিশালে ঢিলেঢালাভাবে চলছে ‘কঠোর লকডাউন’!

বরিশালঃ বরিশাল নগরীর প্রাণকেন্দ্র আমতলার মোড় চেকপোস্ট। দুপুর তখন সাড়ে বারোটা। অহরহ চলছে রিক্সা, ভ্যান এবং যাত্রীবাহী যানবাহন। চেকপোস্টে পুলিশের দেখা নেই, তবে পাশ্ববর্তি একটি বহুতল ভবনের নিচে পাওয়া পাওয়া গেল তাদের। হাফ ডজন পুলিশ সদস্য একত্রে বিশ্রাম নিচ্ছেন।

শুধু আমতলার মোড়ে নয় একই চিত্র প্রায় গোটা বরিশাল জুড়ে। অহরহ ঘুড়ছে মানুষ। চলছে ব্যক্তিগত প্রায় সবধরনের যানবাহন। চেকপোস্টগুলোতে পুলিশ মাঝে মধ্যে শুধু দু-একটা মটরসাইকেল থামিয়েই তাদের দায়িত্ব পালন করছেন।

তবে, নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে র‌্যাব, পুলিশসহ বিশেষ টিম। বাজার এবং এলাকার আড্ডার স্থানগুলোয় অভিযান চালিয়ে তারা বেশ কজন বাসিন্দাকে বিনা কারণে বের হওয়ায় শাস্তি দিয়েছেন।

এদিকে নগরীর বেশীরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। নগরীর অভ্যন্তরে যানবাহন চলাচলও রয়েছে সিমীত। তৃতীয় দিনের লকডাউন চলাকালে বিধি ভঙ্গের দায়ে পুলিশ কাউকে আটক না করলেও জেলা এবং মহানগরীতে ১৮০ জনকে ৩ লাখ ২২ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, এ জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ২১টি ভ্রাম্যমাণ আদালত।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে