Dr. Neem on Daraz
Victory Day

আরও ৪ টি হাইফ্লো নেজাল ক্যানোলা মেশিন যুক্ত মাগুরায়


আগামী নিউজ | মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২, ২০২১, ০৩:৫৩ পিএম
আরও ৪ টি হাইফ্লো নেজাল ক্যানোলা মেশিন যুক্ত মাগুরায়

ছবিঃ আগামী নিউজ

মাগুরাঃ ২৫০ শয্যা হাসপাতালে করোনা রোগিদের জন্য আরো চারটি হাইফ্লো নেজাল ক্যানোলা মেশিন দেওয়া হয়েছে।  এ নিয়ে করোনা রোগিদের জন্য মোট  হাইফ্লো নেজাল ক্যালোনা মেশিনের সংখ্যা দাড়ালো ছয়’টিতে।

২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিকাশ সিকদার জানান, জেলায় অতিমাত্রায় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, আশংকাজনক রোগীদের জন্য অধিক মাত্রায় অক্সিজেন সরবরাহের জন্য প্রযাপ্ত  সংখ্যক হাইফ্লো নেজাল ক্যানোলা মেশিনের এর প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু ২৫০ শয্যা হাসপাতালে সেন্ট্রাল অক্সজেন এর ব্যবস্থা থাকলেও হাইফ্লো নেজাল ক্যানোলা মেশিন ছিল ছিল মাত্র দুইটি।

তা দিয়ে কোভিড আক্রান্ত রোগীর সেবা দিতে ব্যাপক সমস্যা পড়েছিলেন হাসপাতাল কতৃপক্ষ। বিষয়টি গতকাল বৃহস্পতিবার মাগুরা-১ আসনের সংসদ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এর নজরে আনা হয়। এবস্থায় এক দিনের মধ্যে আজ শুক্রবার সকালে তিনি ব্যক্তিগতভাবে নিজে দুইটি ও জেলা পরিষদের সহায়তায় দুইটিসহ মোট ৪ টি হাইফ্লো নেজাল ক্যানোলা মেশিনের ব্যবস্থা করেন।

আজ ২ জুলাই শুক্রবার সকালে ২৫০ শয্যা হাসপাতালের আর এমও বিকাশ  শিকদার কাছে জেলা করোনা হট লাইন টিমের প্রধান  ফজলুর রহমান এ হাইফ্লো নেজাল ক্যানোলা, মেশিন হস্তান্তর করেন। যে চারটি মেশিনের মূল্যে প্রায় ১৫ লক্ষ টাকা।

সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ায়ন বলেন, সম্প্রতি মাগুরায় করোনা আক্রান্ত রোগির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যে কারনে করোনা রোগিদের জীবন রক্ষার্থে এ হাইফ্লো নেজাল ক্যানোলা মেশিন ব্যাপক ভুমিকা রাখবে। তিনি বলেন,সেন্ট্রাল অক্সিজেন ও একাধিক হাইফ্লো নেজাল ক্যানোলা মেশিন থাকায় আসপাশের জেলাগুলোর চেয়ে এখন মাগুরায় করোনা আক্রান্ত রোগিদের চিকিৎসা সেবার মান অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে