Dr. Neem on Daraz
Victory Day

অবৈধ মেলামেশায় গৃহবধু ৪ মাসের অন্তঃসত্বা, দেড় লাখ টাকায় রফাদফা


আগামী নিউজ | বেনাপোল প্রতিনিধি :  প্রকাশিত: জুলাই ১, ২০২১, ১২:২৯ এএম
অবৈধ মেলামেশায় গৃহবধু ৪ মাসের অন্তঃসত্বা, দেড় লাখ টাকায় রফাদফা

ফাইল ছবি

যশোরঃ ঝিকরগাছার পল্লীতে দেড় লাখ টাকা জরিমানা করে গ্রাম্য সালিশে অবৈধ মেলমেশার পর চার মাসের অন্তঃসত্বা এক গৃহবধুর বিচার  সম্পন্ন করা হয়েছে। গত ২৬শে জুন ঝিকরগাছা শংকরপুর ইউনিয়নের নায়ড়া সেকেন্দারকাঠি গ্রামে এ সালিশ অনুষ্ঠিত হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত জরিমানার টাকা হাতে পাননি ওই গৃহবধূ বা তার স্বামী।

জানা যায়, দীর্ঘদিন যাবত ঝিকরগাছা নায়ড়া সেকেন্দারকাঠি গ্রামের নজরুল ইসলামের ছেলে মিঠু পাশের বাড়ির এক ভাবীর সাথে পরকীয়ার জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা অবৈধ মেলামেশায় লিপ্ত হয়। যার ফলে ওই গৃহবধু চার মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে। এ ঘটনা জানাজানি হলে ২৬ জুন ঝিকরগাছা সেকেন্দারকাঠি গ্রামে সালিশ বসে। সেখানে ইউপি মেম্বার হাসমত, সাবেক ইউপি সদস্য ইজানুর রহমান, আরাফাত রহমান ও কাশেম খাঁসহ গ্রাম্য প্রধানরা উপস্থিত ছিলেন। পরে মিঠুকে দেড় লাখ টাকা জরিমানা করে সালিশ শেষ করা হয়।

এ ব্যাপারে অভিযুক্ত মিঠুর কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি অপরাধ করেছি। এজন্য আর কোন ঝামেলায় জড়াতে চাইনা। তাই বিষয়টি দেড় লাখ টাকার বিনিময়ে মিটিয়ে নিয়েছি।

এ ব্যাপারে ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) মেজবাহ আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে