Dr. Neem on Daraz
Victory Day

মুন্সীগঞ্জে বেড়েছে করোনা সংক্রমণ


আগামী নিউজ | রক্তিম মল্লিক দোলন,মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ২৯, ২০২১, ১০:৪৭ পিএম
মুন্সীগঞ্জে বেড়েছে করোনা সংক্রমণ

ফাইল ছবি

মুন্সীগঞ্জঃ জেলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা।গত ২৪ ঘণ্টায় ৬০ জনের দেহে করোনা ভাইরাস(কোভিড ১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬০১৮ জনের দেহে   করোনা ভাইরাস(কোভিড ১৯) শনাক্ত হয়েছে। গত ২৪  ঘণ্টায় কোন প্রাণহানির ঘটনা ঘটে নাই। এখন পর্যন্ত জেলায় করোনা  ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বমোট ৭২ জনের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার,(২৯ জুন),জেলার সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আগামী নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  গত ২৪ ঘণ্টায় ১৫২ টি নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে ৬০ জনের দেহে  করোনা ভাইরাস(কোভিড ১৯) শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ৬০ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদরে সর্বোচ্চ ৩৬ জন,টংগীবাড়ী উপজেলায় ৭ জন,লৌহজং উপজেলায় ৭ জন,সিরাজদিখান উপজেলার ৫ জন এবং শ্রীনগর উপজেলায় ৫ জন রয়েছেন। গত ২৪  ঘণ্টায় ৭ জন সহ এপর্যন্ত জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৫৮৩৪ জন। এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন।অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে