Dr. Neem on Daraz
Victory Day

শ্রীপুরে পোশাক শ্রমিক গণ ধর্ষনের শিকার, প্রধান আসামী গ্রেফতার  


আগামী নিউজ | মোক্তার হোসেন, গাজিপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৩:৩৬ পিএম
শ্রীপুরে পোশাক শ্রমিক গণ ধর্ষনের শিকার, প্রধান আসামী গ্রেফতার  

ফাইল ছবি

গাজীপুরঃ শ্রীপুরে পোশাক শ্রমিককে গণ ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করেছে ওই নির্যাতিত নারী। এসময় ধর্ষনকারীরা ভিকটিমের গলার স্বর্নের চেইন, কানের দুল ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রধান আসামী সাগর শেখকে (৩০) গ্রেফতার করেছে। রবিবার (২৭ জুন) বিকেল ৩টায় উপজেলার ইন্দ্রবপুর গ্রামের আনোয়ারা বেগম আনুর বসত বাড়ীতে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন মামলা দায়ের ও গ্রেফতারে সত্যতা নিশিচত করেছেন।  

আসামীরা হলেন রাজবাড়ী সদর উপজেলার লক্ষী নারায়নপুর গ্রামের কলিম উদ্দিন শেখের ছেলে সাগর শেখ (৩০) তার সহযোগী বাবু (৩২), নাজমুল (৩০) এবং ইন্দ্রবপুর গ্রামের মৃত আব্দুর রহিমের স্ত্রী আনোয়ারা বেগম আনু (৪০)। মামালায় অভিযুক্ত নারীর বিরুদ্ধে সহযোগীতার অভিযোগ আনা হয়েছে।

মামালার বরাত দিয়ে ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, নির্যাতিত ওই নারী উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের নর্দান পোশাক কারাখানায় অপারেটর পদে চাকুরী করে।গত ৩ মাস পূর্বে সে তার বাড়ী সাতক্ষীরা থেকে আসার সময় প্রধান আসামী সাগরের সাথে বাসে পরিচয় হয়। পরে তাদের মাধ্যে কথাবার্তার এক পর্যায়ে বন্ধুত্ব হয়। রবিবার (২৭ জুন) দুপুর ২টায় সাগর তাকে বাঘের বাজার বাস স্ট্যান্ডে যেতে বলে। সেখানে যাওয়ার পর তাকে বঙ্গবন্ধু সাফারি পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে পার্কের ১নং গেটের দক্ষিন পাশে নিয়ে যায়। সেখানে পূর্বে থেকে তার দুই সহযোগী বাবু ও নাজমুল ভিকটিমকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জোরপূর্বক ধাক্কা মেরে সাগরসহ ভিকটিমকে ৪নং আসামীর ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। পরে সাগর বের হয়ে গেলে তার দুই বন্ধু ঘরে প্রবশে করে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষন করে। ভিকিটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে