Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামে করোনায় মৃত্যু ৭, শনাক্ত ৩০০


আগামী নিউজ | শরীফ হায়দার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০২১, ১২:৩৪ পিএম
চট্টগ্রামে করোনায় মৃত্যু ৭, শনাক্ত ৩০০

ফাইল ফটো

চট্টগ্রামঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া চলমান মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত (৫ এপ্রিল) থেকে নিয়মতান্ত্রিক ভাবে সারাদেশে লকডাউন ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে আসছে।
 
এদিকে গত কয়েকদিন সীমান্ত এলাকা গুলোতে অস্বাভাবিক হারে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় সংক্রমণ প্রতিরোধে সরকার আবারও বিভিন্ন জেলায় লকডাউন ঘোষণা করে আসছে এবং সেই আগামী (১ জুলাই) বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে বলে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে। সীমান্ত এলাকার মত বন্দরনগরী চট্টগ্রামেও সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
 
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং ৩০০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৮ টি ল্যাবে ১৩৬০, জনের নমুনা পরিক্ষা করে ৩০০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
 
আজ (২৭ জুন) রবিবার সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।
 
চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা সর্বমোট ৫৭ হাজার ৬৭০ জন। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২০৪ জন ও বিভিন্ন উপজেলার বাসিন্দা ৯৬ জন।
 
উল্লেখ্য, চট্টগ্রামে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রামের ৮ টি এলাকাকে রেড জোন হিসাবে ঘোষণা করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে