Dr. Neem on Daraz
Victory Day

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ আরও ৫ ছিনতাইকারী আটক


আগামী নিউজ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: জুন ২৫, ২০২১, ০৭:৩৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ আরও ৫ ছিনতাইকারী আটক

ছবিঃ আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়াঃ নগরীর বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্র সহ আরও ৫জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। 

শুক্রবার (২৫ জুন) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত জেলা শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এসময় তাদের কাছ থেকে দুইটি ছুরি, ৩টি রাম-দা, দুইটি রড ও একটি পাইপ উদ্ধার করা হয়। পুলিশেরর দাবি, আটককৃতরা সবাই চিহ্নিত ছিনতাইকারী। বিকেলে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম। 

আটককৃতরা হলেন, জেলা শহরের কাউতুলীর আবুল হোসেনের ছেলে রাজিব মিয়া (২৫), পূর্ব মেড্ডা সবুজবাগের কোরবান আলীর ছেলে সোহেল ডিপজল (২৩), সুহিলপুরের মীর হাটির ফজল মিয়ার ছেলে সোলেমান (২৩), কাউতুলীর মৃত রেনু মিয়ার ছেলে মনির হোসেন ওরফে মাইনুদ্দিন (২১) ও সুহিলপুরের তেলীপাড়ার মৃত মালেক মিয়ার ছেলে সেলিম (২৫)। 

 

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজি মাসুদ ইবনে আনোয়ার জানান, মানুষের জানমাল নিরাপত্তায় সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধীদের আটক করেছে। আটককৃত সবার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় জেলা জামে মসজিদের ইমাম মাওলানা সিগবাতুল্লাহ নুর ছিনতাইয়ের শিকার হয়। একই ভাবে কলেজপাড়ায় কলেজ ছাত্র কিশোর গ্যাংয়ের নির্যাতন ও ছিনতাইয়ের শিকার, লাখী বাজারে বেশ কয়েকটা তালা ভেঙ্গে ডাকাতির চেষ্টাসহ বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই বেড়েই চলেছিল। এসব অপরাধের প্রেক্ষিতে অনেক দিন পর এক সাথে একদিনে ১৮ জন ছিনতাইকারী আটক করা হয়েছে। গতরাতের মত আজকে আরও ৫ জন চিহ্নিত ছিনতাইকারী আটক করে পুলিশ। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে