Dr. Neem on Daraz
Victory Day

যশোরে করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু


আগামী নিউজ | বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি প্রকাশিত: জুন ২৩, ২০২১, ০৯:৩৪ পিএম
যশোরে করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ছবিঃ আগামী নিউজ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেডজোন ও ইয়োলোজোনে চিকিৎসাধীন আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৫ জন মারা যান। এদিকে, বুধবার যশোর জেলায় নতুন করে ১০৯ জনের কোভিড পজেটিভ শনাক্ত হয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা রেডজোন ও ইয়োলোজোনে চিকিৎসাধীন অবস্থায় ৮ জন মারা গেছেন। এরমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। তারা হলেন মণিরামপুর উপজেলার বাসুদেবপুর মৃত নওশের আলীর ছেলে বজলুর রহমান (৩৭), চৌগাছা উপজেলার গরিবপুর গ্রামের বাহার আলীর স্ত্রী মরিয়ম বেগম (৬০) ও ঝিকরগাছা গ্রামের উলাকল গ্রামের নুর আহমেদের স্ত্রী ফাতেমা বেগম (৬০)। ইয়োলোজোনে করোনার উপসর্গ নিয়ে মৃত ৫ জন হলেন যশোর সদর উপজেলার জগমহনপুর গ্রামের আদিল উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৫৫), কিসমত নওয়াপাড়ার মহর আলীর ছেলে নজরুল ইসলাম(৫০) শার্শা উপজেলার লাউদারা গ্রামের কাশেম আলীর স্ত্রী মর্জিনা বেগম (৬০), মণিরামপুর উপজেলার বাসিন্দা রোকেয়া বেগম (৬২) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের আক্তারের স্ত্রী রুমানা বেগম (৩০)।
যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ১২৩টি নমুনায় ২০ জন, খুলনা মেডিকেল কলেজ (খুমেক) ল্যাবে ১৮ টি নমুনায় ১ জন ও সাতক্ষীরায় ১০৮ টি নমুনা পরীক্ষায় ১৭ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৬১ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৪০ জন ও অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৪ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৩০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। সবমিলিয়ে ৩৫৬ টি নমুনা পরীক্ষায় ১০৯ জনের শরীরে করোনা জীবাণু পাওয়া গেছে। জেনোম সেন্টার, খুমেক ও সাতক্ষীরার ল্যাবে  শনাক্ত ৩৮ জনের মধ্যে  সদর উপজেলায় ৩৭ ও  শার্শা উপজেলায়  ১ জন ও রয়েছেন।

যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ জানান, মঙ্গলবার রাতে শুধুমাত্র যশোর জেলার ১২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্য কোন জেলার নমুনা পরীক্ষা হয়নি। যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ২৩ জুন পর্যন্ত যশোর জেলায় ১০ হাজার ১শ’ ৭৭ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২৮ জন নারী পুরুষ। এর মধ্যে যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মৃত্যু হয়েছে ১১৪ জনের। আর ঢাকায় ৬ জন খুলনায় ৭ জন ও সাতক্ষীরার হাসপাতালে মারা গেছেন ১জন। সিভিল সার্জন আরও জানান, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় মৃত ৩ জনের হিসাব এখনো তার কাছে দেয়া হয়নি। ওই ৪ জনের মৃত্যু ধরলে মোট মৃত্যু ১৩১ জন হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে