সোমবার (২১ জুন) দুপুরের দিকে শহরের টেংকের পাড় এলাকা থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। তবে নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সদর মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেংকের পাড় এলাকার মাঠ সংলগ্ন ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের ছেলের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা জানা যায়নি।
তিনি বলেন, হয়তো পরিচয় গোপন করতে ছেলে শিশুটির লাশ ডাস্টবিনে ফেলে গেছে। নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তে ডিএনএ সংগ্রহ করা হবে। আঞ্জুমানের মাধ্যমে দাফনকাজ সম্পূর্ণ করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।