Dr. Neem on Daraz
Victory Day

চাঁদপুরে ৬‍‍`শ কেজি পাঙ্গাস মাছের পোনা জব্দ


আগামী নিউজ | চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০২১, ০৩:০৭ পিএম
চাঁদপুরে ৬‍‍`শ কেজি পাঙ্গাস মাছের পোনা জব্দ

ছবি: সংগৃহীত

চাঁদপুরঃ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক যাত্রীবাহী লঞ্চে অভিযান পরিচালনা করে ৬'শ কেজি (১৫মণ) পাঙ্গাশ মাছের পোনা জব্দ করা হয়।
 
রবিবার (২০ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানিয়েছেন।
 
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর লেঃ এম সাদিক হোসেন এর নেতৃত্বে চাঁদপুর মোহনা সংলগ্ন এলাকায় হাতিয়া থেকে ঢাকাগামী এম ভি ফারহান-৪ লঞ্চে অভিযান পরিচালনা করে আনুমানিক ৬'শ কেজি (১৫মণ) পাঙ্গাশ মাছের পোনা জব্দ করা হয়। এ সময় পাঙ্গাশ মাছের পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন এর পাশাপাশি অবৈধ মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
 
অভিযান প্রসঙ্গে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল বাকী বলেন, পদ্মা ও মেঘনার নদীর মোহনা দেশী পাঙ্গাশের প্রজনন কেন্দ্র। কিছু অসাধু জেলেরা বড় বড় চাই দিয়ে দেশী পাঙ্গাশ মাছের পোনা নষ্ট করে থাকে। অসাধু জেলেরা যাতে অবৈধভাবে মাছের পোনা নষ্ট করতে না পারে এ ব্যপারে মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌ পুলিশসহ অন্যান্য জনপ্রতিনিধিদের প্রচেষ্টা অব্যহত আছে।
 
এ সময় পরে পাঙ্গাশ মাছের পোনা স্থানীয় এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে