Dr. Neem on Daraz
Victory Day
ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশন

গোপালগঞ্জে প্রশিক্ষনার্থীদের বকেয়া ভাতার দাবীতে মানবন্ধন ও সংবাদ সম্মেলন


আগামী নিউজ | সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০৩:৩৪ পিএম
গোপালগঞ্জে প্রশিক্ষনার্থীদের বকেয়া ভাতার দাবীতে মানবন্ধন ও সংবাদ সম্মেলন

ছবি : আগামী নিউজ

গোপালগঞ্জঃ বকেয়া প্রশিক্ষণ ভাতার দাবীতে মানবন্ধন ও সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জের ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশন ( ডিপিএম)কোর্সের প্রশিক্ষনার্থীরা।

আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় অবস্থিত পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মানব বন্ধন কর্মসূচী  ও গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম চত্বরে সংবাদ সম্মেলন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রশিক্ষনার্থী শিপন ঘরামী।

লিখিত বক্তব্যে জানানো হয়েছে, প্রতিমাসে একজন প্রশিক্ষনার্থীকে ৩ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা দেয়ার কথা রয়েছে। কর্তৃপক্ষ প্রথম ৬ মাসের টাকা পরিশোধ করলেও বিগত ২০২০ সালের জুন মাস থেকে প্রায় ১বছর কোন ভাতার টাকা দিচ্ছেনা। বাধ্য হয়ে গোপালগঞ্জ জেলার ২১৭জন প্রশিক্ষণার্থী মানবন্ধনসহ সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্শণ  করছি।

এসময় প্রশিক্ষনার্থী আল মামুন সিকদার, পলাশ বিশ্বাস, নিউটন রায় সহ অর্ধশতাধিক প্রশিক্ষনরত শিক্ষক, শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন এবং দ্রুততম সময়ে তাদের প্রশিক্ষণভাতা পরিশোধের দাবী জানান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে