Dr. Neem on Daraz
Victory Day

কক্সবাজারে ১৫ ফুট দৈর্ঘের অজগর অবমুক্ত


আগামী নিউজ | জাফর আলম,কক্সবাজার জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০১:৩৫ এএম
কক্সবাজারে ১৫ ফুট দৈর্ঘের অজগর অবমুক্ত

ছবিঃ আগামী নিউজ

কক্সবাজারঃ কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া উপজেলাধীন টেকনাফের হোয়াইক্যং রেঞ্জে ৩০ কেজি ওজনের ১৫ ফুট লম্বা একটি অজগর অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার(১৫ জুন)সন্ধ্যা ৭ টার দিকে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর-হোয়াইক্যং পাহাড়ের খুইখালী ব্রীজ এলাকায় অজগরটি অবমুক্ত করা হয়।এর আগে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চাকমা পাড়া লোকালয় থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগ ও সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।জানা গেছে,গত ডিসেম্বর ও জানুয়ারিতে লোকালয় থেকে কয়েকটি অজগর সাপ বনে অবমুক্ত করা হয়েছে।

মনখালীর বিট কর্মকর্তা শিমুল জানান,মঙ্গলবার সন্ধ্যার দিকে চাকমাপাড়া এলাকায় লোকজন বিশাল অজগর সাপটি দেখে খরব দেয়।খবর পেয়ে বন বিভাগ ও ভিসিএফ ও ভিসিজির সদস্যরা উদ্ধার করে হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তার অনুমতিক্রমে সন্ধ্যা ৭ টার দিকে হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর হোয়াইক্যং ঢালার পাহাড়ের খুইখালী বন এলাকায় সাপটি অবমুক্ত করা হয়।৩০ কেজি ওজনের অজগরটির দৈর্ঘ্য ১৫ ফুট।

এসময় উপস্থিত ছিলেন,হোয়াইক্যং বিট কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) রিয়াজ রহমান,শামলাপুর ভিসিএফ ও ভিসিজির সভাপতি আমীর মোহাম্মদ শাহজাহান,রইক্ষ্যং বিট কর্মকর্তা মাঈন উদ্দিন চৌধুরী,নেচার লাইফ প্রজেক্টের সাইড কোঅডিনেটর নজরুল ইসলাম চৌধুরী,সিপিসি সদস্য জাফর আলম,ভিসিএফ সদস্য মোঃ ইদ্রিস,মনখালীর হেডম্যান কামরুজ্জামান,হোয়াইক্যং বিটের স্টাফ আইয়ুব,নাছির উদ্দিন,নাঈমসহ অনেকে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে