Dr. Neem on Daraz
Victory Day

তাহিরপুরে ৫২ হাজার মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত


আগামী নিউজ | শামছুল আলম আখঞ্জী তাহিরপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০১:৪৫ এএম
তাহিরপুরে ৫২ হাজার মানুষ  স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত

ছবিঃ আগামী নিউজ

সুনামগঞ্জঃ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাংগুয়ার হাওর পাড়ের পাশ্ববর্তী এলাকায় অবস্থিত একটি উপ স্বাস্থ্য কেন্দ্র ।এই উপ স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সেবার উপর নির্ভর শীল (২০১৯ সালের জরিপের তথ্য মতে) ৫২ হাজার মানুষ । যোগাযোগ বিচ্ছিন্ন ও অর্থনৈতিক সংকট থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উন্নত চিকিংসা গ্রহন করতে পারেন না হাওর পাড়ের মানুষ । একমাত্র নির্ভরশীল উপ স্বাস্থ্য কেন্দ্র টির সেবার উপর। কিন্তু তাতে জনবলের অভাবে ঝুলে থাকে তালা। নিরুপায় হয়ে পল্লী চিকিংসকের দ্বারস্থ হচ্ছেন বঞ্চিত  মানুষ ।ঔষধ সামগ্রী কিনতে  না পেরে ভুগছেন নানা রোগে।

উপ স্বাস্থ্য কেন্দ্রে   ৪টি  পদে লোকবল  রয়েছেন । ১জন, এম বিবি এস,১জন কমিউনিটি মেডিকেল অফিসার ১জন ফার্মাসিস্ট ১জন, এম এল এস  কিন্তু বাস্তবে একজন নেই। বন্ধ রয়েছে উপ  স্বাস্থ্য কেন্দ্রটি।

ভুক্তভোগী জানে আলম বলেন, শেখ হাসিনা সরকার,স্বাস্থ্য সেবা জনমানুষের কাছে  পৌছে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু হাওরাঞ্চলের মানুষ'আজও সুচিকিত্সা থেকে বঞ্চিত রয়ে গেছে । যাঁর কারণ আজও খোঁজে পায়নি অবহেলিত মানুষ । স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও জনবলের অভাবে,ঝুলে থাকে তাল। একি সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য লেখা? নাকি  দায়িত্বশীলদের অবহেলা। 

উপ স্বাস্থ্য কেন্দ্র থেকে  সেবা  বঞ্চিত ভুক্তভোগী শাহাবুদ্দিন আখঞ্জী বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আতংক বিশ্ব বাসী,মানুষ দিশেহারা, একমাত্র নির্ভরশীল চিকিংসকের উপর, জর, সর্দি কাশি হলেই' আতংকে দিশেহারা হয়ে উঠে মানুষ। বাঁচার তাগিদে  দ্বারস্থ হয় চিকিংসকের দ্বারে। কিন্তু  এমতাবস্থায় উপ স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ। একি দায়িত্ব শীল ব্যক্তি বর্গের কাজ। 

আমি উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই।ভাটি জনপদের মানুষের সুচিকিত্সা নিশ্চিত করুন। আমাদের উপ স্বাস্থ্য কেন্দ্রের এম, বি,বি, এস, ডাক্তার সাহেব কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাখবেন না। বঞ্চিত মানুষের সেবা করতে দিন,মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ পালন করুন ।

 উপজেলার শ্রীপুর( উত্তর) উপ স্বাস্থ্য কেন্দ্রে ৪টি পদের মধ্যে দুই জন স্থলাভিষিক্ত আছেন। কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে?  

 এমবিবিএস ডাক্তার জুনায়েদ সরকার দায়িত্ব পালন করেন জেলা সদর হাসপাতালে  কোভিড-১৯ বিষয়ে। অন্য দিগে কমিউনিটি মেডিকেল অফিসার জয়দেব হাওলাদার  বদলি হয়ে গেছেন এক সপ্তাহ আগে। এরপর থেকেই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হাওর পাড়ের মানুষ।

 উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খসরুল আলম বলেন,এই মুহূর্তে হাসপাতালটি বন্ধ থাকা বড়  দুঃখজনক। এই বিষয়ে আমার কাছেও অনেক মানুষ অভিযান দিয়েছেন। আমি উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত লোকবল নিয়োগ দেওয়া হউক । করোনা কালীন সময়ে  মানুষ নিরুপায়, এই মুহূর্তে অনেক মানুষের  জ্বর সর্দি কাশি  লেগেই আছে, হাওর পাড়ের মানুষ  দরিদ্র, ঔষধ কিনার মত সবার টাকা নেই। যদি হাসপাতালটি খোলা থাকত' সরকারি ঔষধ পেয়ে থাকত দরিদ্র মানুষ জনরা।  দুর্যোগ মুহূর্তে বন্ধ! 

 মুক্তির সন্তান শাহিন আখঞ্জী বলেন, নাই মামার চেয়ে' কানা মামার উপর ভরসা করে চলি হাওর পাড়ের মানুষ আমরা  । কিন্তু তাও আজ বন্ধ । নিরুপায় হয়ে পল্লী চিকিংসকের দ্বারস্থ হচ্ছি জীবন বাঁচানোর তাগিদে।

 মানবতার জননী,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে জোর দাবী জানাচ্ছি, শ্রীপুর (উত্তর )উপ স্বাস্থ্য কেন্দ্রটিতে একজন এম বিবি এস ডাক্তার  নিয়োগ দিন। তিনি যেন সদায়    হাওর পাড়ের মানুষের সুচিকিত্সা নিশ্চিত করেন ।

 তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা  কর্মকর্তা( টি, এইস, সি) ডাক্তার সৈয়দ আহমেদ হোসেন  সামির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন। লোকবল কম থাকায় এম বিবি এস ডাক্তার উপ স্বাস্থ্যকেন্দ্রে সেবা দিতে পারছে না । উপ স্বাস্থ্য কেন্দ্রে  নিয়োগ পাওয়া ডাক্তার জুনায়েদ সরকার,  উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে কোভিড-১৯ এর চিকিংসা সেবায় নিয়োজিত আছেন সদরে ।   তিনি আর বলেন ১/২দিনের মধ্যে উপ স্বাস্থ্য কেন্দ্রে কমিউনিটি মেডিকেল অফিসার যোগদান করবেন । যিনি নিয়োগ পেয়েছেন। তিনি অসুস্থ থাকার কারণে সঠিক সময়ে যোগদান করতে পারছেন না।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে