ফরিদপুরঃ জেলার বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের কাউন্সিল না করে ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে ও তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলও সমাবেশ ও নতুন কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা আওয়ামীলীগ কার্যলয়ের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রলীগের অন্তত শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
মিছিলটি পৌরসদর বাজারের বিভিন্ন সড়ক ঘুরে বোয়ালমারী পৌরসদরের প্রাণকেন্দ্র চৌরাস্তা সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে বিক্ষোভ সমাবেশ মিলিত হয় । জেলা ছাত্রীগের সাবেক সহ সম্পাদক রাজীব খান সজিবের সভাপতিত্ব বিক্ষভ সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা সুজন মোল্যা, শান্ত বিশ্বাস মহিউদ্দীন মাহি, লোকমান হোসেন প্রমুখ।
জানা যায় গত ১২ জুন ফরিদপুর জেলা ছাত্রলীগ সৈয়দ মোরতূজা আলী তমালকে সভাপতি, প্রান্ত সিদ্দিককে সাধারণ সম্পাদক ও সাব্বির হোসেন প্রিন্সকে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের বোয়ালমারী উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়। এছাড়া, বোয়ালমারী পৌর শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে এক বছরের জন্য মো. আমিনুর শেখ ফাহিমকে সভাপতি, মো. সিরাজুল ইসলাম মৃদুলকে সাধারণ সম্পাদক ও সাফাত ইসলাম বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে বোয়ালমারী পৌর শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়।
আংশিক গঠিত কমিটি ঘোষণা করায় উপজেলা ছাত্রলীগের একাংশের ত্যাগী নেতা-কর্মীরা হতবাক হয়েছেন। তারা ক্ষুব্ধ হয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগের ত্যাগী, সক্রিয় নেতাদের বাদ দিয়ে সাবেক সাংসদ সদস্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের নির্দেশে তার অনুগত অ-ছাত্রদের দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। যা ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শবিরোধী এবং অবৈধ। বিবাহীত ও অছাত্র দিয়ে এই কমিটি গঠনের ফলে সংগঠনের সুনাম নষ্টের পাশাপাশি ভবিষ্যতে কার্যক্রম স্থবির হয়ে পড়বে।
জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রাজীব খান সজিব বলেন, কাউকে কিছু না জানিয়ে উপজেলা ছাত্রলীগের এমন পকেট কমিটি উপজেলা ছাত্রলীগ চায় না। দ্রুত এই কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের পাশাপাশি এ কমিটিকে প্রতিহত করা হবে।
বিক্ষোভ সমাবেশে সাবেক সাংসদ আব্দুর রহমানের কুশপুত্তলিকা দাহ করার চেষ্টা করা হলে পুলিশ তা কেড়ে নেয়। এ সময় ছাত্রলীগ কর্মীদের মধ্যে চাপাক্ষোভ সৃষ্টি হলেও শান্তিপূর্ণ ভাবে মিছিল ও সমাবেশ শেষ হয়।
অন্যদিকে দুই যুগ পর উপজেলা ও পৌর শাখার অংশিক নতুন কমিটি গঠিত হওয়ায় সোমবার বেলা সাড়ে ১১টায় আনন্দ মিছিল করেছে বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগ। আনন্দ মিছিলে জেলা ও উপজেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেয়।
আনন্দ মিছিলটি বোয়ালমারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা মোড়স্থ কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলাম অর্ক, অমিত বিশ্বাস অর্ক, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ সোহান, ফরিদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল মিয়া আজম, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতূজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আমিনুর শেখ ফাহিম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মৃদুল, মো. সিফাত হোসেন প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, বিগত দুই যুগ এ উপজেলায় ছাত্রলীগের কোন কমিটি ছিল না। এ নিয়ে কারো কোন ভ্রূক্ষেপ ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা জননেতা মো. আবদুর রহমানকে দায়িত্ব দেয়ায় তিনি ছাত্রলীগের এই সুন্দর কমিটি উপহার দিয়েছেন। নতুন কমিটির সভাপতি সৈয়দ মোর্তজা তমাল জানান- জেলা কমিরি যোগ্যদের মুল্যায়ন করা নতুন দিয়েছে। এটা আংশিক কমিটি বিগতদিনে যারা দলের জন্য কাজ করেছে তাদের কাজের মূল্যায়ন করে সবাইকে নিয়েই পূর্ণাঙ্গ কমিটি করা হবে।