Dr. Neem on Daraz
Victory Day

কুষ্টিয়ায় গুলিতে নিহতদের লাশ দাফন সম্পন্ন


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২১, ০৫:৪৬ পিএম
কুষ্টিয়ায় গুলিতে নিহতদের লাশ দাফন সম্পন্ন

ছবিঃ আগামী নিউজ

কুষ্টিয়াঃ জেলার কাস্টমমোড়ের রোববার (১৩ জুন) সকালে ১১ টায় পরকীয়া প্রেমের ঘটনায় নিহত নারী, শিশুসহ তিনজনের লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে।
 
আজ সোমবার সকালে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। পরে নিহত আসমা খাতুন, তার শিশু পুত্র রবিন এবং প্রেমিক শাকিল খানের দাফন সম্পন্ন করে স্বজনরা।
 
নিহতদের পারিবার ও পুলিশ সূত্র জানায়, সোমবার বাদ জোহর নিহত আসমা খাতুন ও
তাঁর শিশু পুত্র রবিনের জানাজা শেষে নিজ গ্রাম কুমারখালীর বাগুলাট ইউনিয়নের নাতুড়িয়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। অন্যদিকে নিহত শাকিল খানের নিজ গ্রাম একই উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা কারিগর পাড়া গ্রামের মেছের উদ্দিন দারুল উলুম কওমীয়া মাদ্রাসায় জানাজা শেষে সোমবার দুপুর ১২ টায় সাঁওতা কারিগর পাড়া গোরস্থানে দাফন করা হয়।
 
লাশ দাফন শেষে নিহত আসমার ভাই বাবুল শেখ বলেন, সৌমেন আমার বোন ও ভাগ্নেকে ডেকে নিয়ে হত্যা করেছে। প্রচলিত আইনে সুষ্ঠ বিচার চাই।'
 
নাতুরিয়া গ্রামের কৃষক আব্দুল মজিদ বলেন, একজন মানুষ অপরাধ করতে পারে। তাই বলে নির্মমভাবে হত্যা করা ঠিক নয়। তিনি আরো বলেন, নিষ্পাপ শিশুটির কি অপরাধ ছিল? তাকে কেন এমন হত্যা? অবশ্যয় এমন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
 
কুষ্টিয়ায়  আলোচিত  তিন  খুনের  আসামি   এএসআই সৌমেন রায়কে  কুষ্টিয়া কোর্টে আনা হয়। ১৪ জুন দুপুর ১টা ১০ মিনিটে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কুষ্টিয়া  পুলিশ লাইনের ডিবি কার্যালয় থেকে কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রে  মোঃ রেজাউল করিমের আদালতে নেয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ওসি তদন্ত নিশিকান্ত সরকার জানান, আসামি সৌমেনকে ১৬৪ ধারায় তার জবানবন্দির নেয়া হয়।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে