Dr. Neem on Daraz
Victory Day

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন


আগামী নিউজ | শাখাওয়াত লিমন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২১, ০৩:৪২ পিএম
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ফাইল ফটো

মৌলভীবাজারঃ সম্মেলনের প্রায় দের বছর পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ। এতে অর্ধেন্দু কুমার দেব সভাপতি এবং সহিদ হোসেন ইকবাল সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের কমিটি অনুমোদন দিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সাক্ষরে রবিবার (১৩ জুন) রাতে এই কমিটির অনুমোদনের কপি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবালের হাতে তুলে দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মিছবাহুর রহমান।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান বলেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘ ১৪ বছর পর ২০১৯ সালের ১৩ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর প্রায় দের বছর পর এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি উপজেলা আওয়ামীলীগকে আরও সুসংগঠিত করবে বলে তিনি প্রত্যাশা করেন।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন, মোঃ ইউছুব আলী,বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, জিল্লুর আনাম চৌধুরী চেমন, ইমরান হোসেন চৌধুরী, নাজিম উদ্দিন, স্বপন রায়, ডা: হরিপদ রায়, শমসের খাঁ, বিজয় বোনার্জী।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, শুব্র ধর, আকরাম খাঁন, এনাম হোসেন চৌধুরী মামুন।

আইন বিষয়ক সম্পাদক এড: সৈয়দ সাইফুর রহমান সিফাত, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক লোকমান হোসেন সুন্দর, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো: তহিরুল ইসলাম মিলন, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান পবলু, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন ফয়েজ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ উপরু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাংশু সেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিলন দাশ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড. সনজিত সেন গুপ্ত, শ্রম সম্পাদক প্রাণেশ গোয়ালা, সাংস্কৃতিক সম্পাদক সুশীল সেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. করুনাময় দেব, সাংগঠনিক সম্পাদক আবু কাউছার লাবলু, বেলায়েত হোসেন, ছালিক আহমেদ, সহ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠন পাল, কোষাধ্যক্ষ ভানু লাল রায়।

এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, বীর মুক্তিযোদ্ধা মো: আকছির মিয়া, বীর মুক্তিযোদ্ধা এম এ রহিম, বীর মুক্তিযোদ্ধা আবু শহীদ আব্দুল্লাহ, অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, ফনি ভূষন চক্রবর্তী, ফিরোজ মিয়া, কেরামত আলী, হেকিম সোলেমান, আকছির মিয়া(২), কদর আলী, কামাল হোসেন ছেরাগ, ফারুক সিকদার, হুমায়ুন কবীর, ইকবার উদ্দিন আহমেদ, আব্দুর রশি, আব্দুল্লাহ আল হেলাল, রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, মুজিবুর রহমান মজুল, বিপুল পাল, সুচিত্রা ধর, অশোক বোনার্জি, আব্দুল বাচিত, আছিদ আলী, বাবুল গাজী, সিরাতাম অলমিক, সুব্রত দেব, আল্পনা সেন, আলাউর রহমান, আজিজুর রহমান আজিজ, লছমন কানু (মেম্বার), নাজমুল হোসেন বাবুল, মো: মহসিন মিয়া (মেম্বার), মো: মোসাহিদ মিয়া, শাহ আলম চৌধুরী।

এদিকে নতুন কমিটির সকল সদস্যবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে