Dr. Neem on Daraz
Victory Day

ফুলবাড়ীতে বাইসাইকেল পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ শিক্ষার্থী


আগামী নিউজ | প্রাবন শুভ, ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২১, ০১:২৩ পিএম
ফুলবাড়ীতে বাইসাইকেল পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ শিক্ষার্থী

ছবিঃ আগামী নিউজ

দিনাজপুরঃ জেলার ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার ১০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে ওই ১০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মত হাসিনা ভূঁইয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি তাদের নিরাপদে যাতায়াতের জন্য বাইসাইকেল প্রদান করছেন। শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের পাশাপাশি সকলকে উন্নয়নের সামিল করতে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তিনি চান সকল গোষ্ঠীকে একসাথে নিয়ে এগিয়ে উন্নত রাষ্ট্রে পৌঁছাতে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে