Dr. Neem on Daraz
Victory Day

মুজিবনগর সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশীকে গোপনে প্রবেশ


আগামী নিউজ | কাজল মাহমুদ, মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ১৩, ২০২১, ০৫:৩২ পিএম
মুজিবনগর সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশীকে গোপনে প্রবেশ

ছবি: সংগৃহীত

মেহেরপুরঃ জেলার মুজিবনগর উপজেলার সীমান্ত থেকে ছয়জন বাংলাদেশী নাগরিককে গোপনে প্রবেশ করিয়েছেন ভারতীয় বিএসএফ।
 
আজ ১৩ জুন সকালে কাঁটাতারের বেড়ার গেট খুলে ৬ জনকে বাংলাদেশে প্রবেশ  করানো হয়। ছয়জনের বাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।
 
প্রবেশকারীদের সুত্রে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের পুলিশের হাতে আটক হয়। বিভিন্ন মেয়াদে সাজা খেটে তারা সাম্প্রতিক সময়ে মুক্তি পায়। পরে বিএসএফ তাদেরকে বহরমপুর কারা হেফাজতে রাখে।গত শনিবার রাতে মুজিবনগর সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদেরকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়া হয়। ওই ৬জন রাতের আঁধারে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে গিয়ে রাজশাহীগামী বাসে উঠেন।
 
বাস চালক ও সুপারইভারজার বিষয়টি টের পেয়ে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে তাদেরক বাস থেকে নামিয়ে দেন। সেখানে কিছুক্ষণ তারা অবস্থান করেন। পরে পুলিশ আসার খবর পেয়ে সেখান থেকে তারা কৌশলে সঁটকে পড়ে।
 
বিষয়টি জানতে চাইলে ৬ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল খালেকুজ্জামান বলেন, বিষয়টি আমাদের জানা নেই। আমরা তাদের নাম ঠিকানা সংগ্রহ করে ব্যাবস্থা নেব। এখন থেকে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হবে।
 
গাংনী থানার অফিসার ইনচার্জ  (ওসি) বজলুর রহমান জানান, তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে