বগুড়াঃ জেলার দুপচাঁচিয়ায় করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের মুক্ত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও বন্ধ থাকছে না এক শ্রেণীর বানিজ্যিক মনোভাবাপন্ন শিক্ষকদের কোচিং বানিজ্য। শিক্ষার্থীরা সকাল সন্ধ্যা ছুটছে সেই কোচিং সেন্টারগুলোতে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুরক্ষিত থাকার জন্য ইতোমধ্য বিধি নিষেধ জারী করা হয়েছে। বিধি নিষেধ কে তোয়াক্কা না করে এক শ্রেণীর শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রেখে কোচিং ও প্রাইভেটে আসার জন্য লোভনীয়ভাবে আকর্ষণ করছে।
শিক্ষার্থীদের কোচিং ও প্রাইভেট পড়ার জন্য ছোট কক্ষে গাদাগাদি করে বসানো হচ্ছে। কোচিং শেষে শিক্ষার্থীদের বিভিন্ন লোকালয়ে ভ্রাম্যমান অবস্থায় দেখা যাচ্ছে। এতে করে চলমান বিধি নিষেধ উপেক্ষিত হচ্ছে।
উপজেলা সদরের মহিলা কলেজ রোড,সাবরেজিট্রি রোড, সরদারপাড়া,মন্ডলপাড়া, বোরাইপাড়া, মাস্টারপাড়া, জয়পুরপাড়া, চকসুখানগাড়ী এলাকায় অনেকটা প্রকাশ্যেই চলছে প্রাইভেট ও কোচিং বানিজ্য।
উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির বলেন, করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের মুক্ত রাখতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অথচ কোচিং ও প্রাইভেটে বানিজ্যিক পাঠদানের মাধ্যমে তাদের জীবন কে শংকার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ শিক্ষকদের সমাজের সচেতন মানুষ হিসাবে গণ্য করা হয়। শিক্ষকদের'ই বরং ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতন করার কথা।
তিনি আরও বলেন, কতিপয় শিক্ষকদের কোচিং প্রাইভেট বানিজ্যের কারনে গোটা শিক্ষক সমাজের মান ক্ষুন্ন হচ্ছে। ওইসব শিক্ষকদের নামের তালিকা প্রস্তুতি করা হচ্ছে। অচিরেই তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।