বগুড়াঃ সংসারে সচ্ছলতা ফেরায় বগুড়ার আদমদীঘি উপজেলার লাজিনা বেওয়া নামের এক নারী বিধবা ভাতার কার্ড ফেরত দেয়ায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। তার এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ওই নারীকে সংবর্ধনা দেয়ার আয়োজন করেন।
বুধবার (৯ জুন) দুপুরে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ফুলের মালা ও তোড়া দিয়ে তাকে সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবলু, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মোমিন পাহালোয়ান রুস্তুম, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মাহাবুবুর রহমান ধলু, আওয়মী লীগ নেতা চিকিৎসক হিটলার, সুজন, রিপন, রাজু পাহালোয়ান, তুহিন, মারুফ, যুবলীগ নেতা লাভলু ও ছাত্রলীগ নেতা হাসিন প্রমূখ।
ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আমার জানা মতে এই ইউনিয়নে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে আমরা তাকে সংবর্ধনা দেয়ার আয়োজন করেছি। তাকে দেখে শিক্ষা নেয়া উচিৎ ‘প্রয়োজন ছাড়া অরিরিক্ত কোনো কিছু নেয়া ঠিক নয়।