Dr. Neem on Daraz
Victory Day

এসআই স্বামীর বিরুদ্ধে এসআই স্ত্রীর মামলা


আগামী নিউজ | আমানুল্লাহ আমান, রাজশাহী জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২১, ০৬:৫১ পিএম
এসআই স্বামীর বিরুদ্ধে এসআই স্ত্রীর মামলা

ফাইল ফটো

রাজশাহীঃ ডিজিটাল নিরাপত্তা আইনে উপ পুলিশ পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা করেছেন আরেক নারী এসআই। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। মামলায় আসামী করা হয়েছে আরেক নারী এসআইকে।

বুধবার (৯ জুন) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩/২৪/২৫/২৬/২৯/৩১/৩৫ ধারায় মামলাটি দায়ের হয়। আদালতে বাদীর পক্ষে মামলার নথিপত্র উপস্থাপন করেন রাজশাহী জেলা জজ আদালতের আইনজীবী মোখলেসুর রহমান স্বপন।

মামলার বাদি ওই নারী এসআই (৩৫) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহী মহানগর শাখায় কর্মরত। আর অভিযুক্ত দুই এসআই হলেনÑ তার স্বামী ওবাইদুল কবির সুমন (৩৫) ও এসআই পলি আক্তার (৩০)। এসআই ওবাইদুল কবির ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটে কর্মরত। আর এসআই পলি রয়েছেন ঢাকার নবাবগঞ্জ থানায়।

এদিন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার আবেদন গ্রহণ করে আগামী ৭ জুলাইয়ের মধ্যে পুলিশি প্রতিবেদন দাখিলের জন্য আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। মামলার নথিতে বলা হয়, ২০১৬ সালে এসআই ওবাইদুলের সঙ্গে ওই নারী এসআইয়ের বিয়ে হয়। কিন্তু এসআই ওবাইদুল আরেক নারী এসআই পলি আক্তারের সঙ্গে পরকিয়ায় জড়ান। তাই তিনি নিজের স্ত্রীকে চাকরি ছাড়ার জন্য চাপ দিচ্ছিলেন। বাধ্য হয়ে ওই নারী এসআই ঢাকা থেকে বদলি হয়ে রাজশাহী চলে আসেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ওই নারী এসআইকে হেয় প্রতিপন্ন করতে তাঁর নামে ভূয়া অশ্লীল ছবি ও ভিডিও বিভিন্নজনকে পাঠিয়েছেন এসআই ওবাইদুল কবির। ফেসবুক, হটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে তিনি এসব পাঠিয়েছেন। এতে ওই নারী এসআই এবং তার পরিবারের সদস্যরা হেয় প্রতিপন্ন হয়েছেন। এ কারণে ভুক্তভোগী এসআই স্বামীসহ দুই এসআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী মোখলেসুর রহমান স্বপন আগামী নিউজকে বলেন, মামলার সঠিক তদন্ত হবে বলেই আশাবাদি আমরা। সঠিক তদন্তের পর আদালত যা রায় দেবেন, আমরা মেনে নেব। তবে আইনগতভাবেই শাস্তি হবে অভিযুক্তদের। এ ব্যাপারে আরএমপির রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, আদালত থেকে তিনি এখনো কোনো নথিপত্র পাননি। নথিপত্র হাতে পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে