Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় হেরোইনসহ আটক ২


আগামী নিউজ | দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি  প্রকাশিত: জুন ৯, ২০২১, ০২:৩৭ পিএম
দুপচাঁচিয়ায় হেরোইনসহ আটক ২

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে  বুধবার (৯ জুন ) দুপুরের দিকে পৌর এলাকার মন্ডলপাড়া থেকে ২ জন কে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো দুপচাঁচিয়া পৌর এলাকার মন্ডল পাড়ার মৃত জোব্বারের ছেলে করিম মন্ডল (৪৬) এবং ছোট ধাপের মোসলিম উদ্দিনের ছেলে সেলিম উদ্দিন (৩৭)।

পুলিশ জানায়, দুপচাঁচিয়া উপজেলার পৌর এলাকার মন্ডলপাড়ায় মাদক বিক্রির গোপন খবরে তৎপর হয় পুলিশ। তৎপরতা অনুযায়ী উপজেলার মন্ডলপাড়ায় গিয়ে আটককৃত ওই ২ জনের  কাছ থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

দুপচাঁচিয়া থানার এস আই শাহজাহান আলী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে