বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে বুধবার (৯ জুন ) দুপুরের দিকে পৌর এলাকার মন্ডলপাড়া থেকে ২ জন কে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলো দুপচাঁচিয়া পৌর এলাকার মন্ডল পাড়ার মৃত জোব্বারের ছেলে করিম মন্ডল (৪৬) এবং ছোট ধাপের মোসলিম উদ্দিনের ছেলে সেলিম উদ্দিন (৩৭)।
পুলিশ জানায়, দুপচাঁচিয়া উপজেলার পৌর এলাকার মন্ডলপাড়ায় মাদক বিক্রির গোপন খবরে তৎপর হয় পুলিশ। তৎপরতা অনুযায়ী উপজেলার মন্ডলপাড়ায় গিয়ে আটককৃত ওই ২ জনের কাছ থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার এস আই শাহজাহান আলী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।