ব্রাহ্মণবাড়িয়াঃ জেলা শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কে বাস চাপায় নিহত হওয়া সেই অটোরিকশা চালকের পরিচয় মিলেছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পত্র-পত্রিকায় ও স্যাটেলাইট টেলিভিশন ও অনলাইন টিভিতে নিউজ হওয়ার পর আজ মঙ্গলবার (৮ জুন) সকালে নিহত অহিদ মিয়ার (৫০) পরিবারের সন্ধান মিলে। পরে বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের লোকদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
নিহত অহিদ মিয়া সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুর রশিদ৷ এ ঘটনায় আরও দুই আহত হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল দুপুরে জেলা শহরের পুলিশলাইন এলাকায় দিগন্ত পরিবহনের একটি বাস পিছন দিক থেকে একই দিক থেকে আসা ব্যাটারি চালিত অন্য একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। তখন দুইজন যাত্রী অটোরিকশা থেকে পড়ে যায়। এসময় ওই অটোরিকশার চালককে চাপা দিয়ে বাসটি দ্রুত কেটে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় অহিদ মিয়ার মৃত্যু হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, গতকাল অহিদ মিয়ার নামের একজন অটোরিকশা চালক নিহত হয়েছিল৷ আজকে পরিবারের খোঁজ পেয়েছি৷ পরে ময়নাতদন্ত শেষে পরিবারের লোকদের কাছে অহিদ মিয়া লাশ হস্তান্তর করা হয়েছে