Dr. Neem on Daraz
Victory Day

চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তি উদ্যোগে করোনা চিকিৎসা সামগ্রী প্রদান


আগামী নিউজ | জহুরুল ইসলাম জহির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ৭, ২০২১, ০৩:০০ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তি উদ্যোগে করোনা চিকিৎসা সামগ্রী প্রদান

ছবিঃ আগামী নিউজ

চাঁপাইনবাবগঞ্জঃ করোনা রোগী বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ব্যক্তি উদ্যোগে চিকিৎসা সামগ্রী প্রদান অব্যাহত রয়েছে।

আজ সোমবার দুপুরে বে-সরকারি প্রতিষ্ঠান গ্রামীন ট্রাভেলসের চেয়ারম্যান মোখলেসুর রহমান নিজস্ব অর্থায়নে ২০টি অক্সিজেন সিলিন্ডার, ২০ টি ফ্লো মিটার, ১০ পিস নজেল ক্যানোলা, ২০ পিস অক্সিজেন ফেস মাস্ক ও ৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ও হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মুমিনুল হক এসব চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, গ্রামীন ট্রাভেলসের মোখলেসুর রহমান, হাসপাতালের আরএমও নাদিম সরকার, ডা. নাহিদ ইসলাম মুনসহ প্রমুখ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে