হবিগঞ্জঃ একটা প্রবাদ আছে, গরমে গরম কাটে, তাই তো হবিগঞ্জের চুনারুঘাটে আমাদের দেশের জাতীয় ফল কাঁঠালের চাহিদা বেড়েছে। শনিবার ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। রবিবারেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়।
এই বৃষ্টিতে স্বস্তির আমেজ ও ঘরে ঘরে চলছে জাতীয় ফল কাঁঠালের উৎসব। এখনো পুরোপুরি কাঁঠালের সিজন নয়! গত কয়েকদিনের গরমে গ্রামাঞ্চল ও চা- বাগানে কাঁঠাল পাকতে শুরু করেছে।
গ্রামাঞ্চল কাঁঠাল দেরিতে পাকলেও চা- বাগানের (পাহাড়ি) কাঁঠালগুলি বৈশাখের শেষে দিকে ও জৈষ্ঠ্যের শুরুতেই পাকতে শুরু করে। চুনারুঘাট পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে আসতে শুরু করেছে চা-বাগানের (পাহাড়ি) কাঁঠাল। সেই সাথে শেষ মৌসুমে আনারসের চাহিদাও বেড়েছে। ফাল্গুনমাসের শেষের দিকে ও জৈষ্ঠ্যমাসের শেষ পর্যন্ত আনারসের বাজারে পাওয়া যায়।
খেতেও রসালো, মিষ্টি ও তৃপ্তিদায়ক। ব্যবসায়ীরা জানান, আকারভেদে কাঁঠাল সর্বনিম্ন ১৫০ টাকা দর থেকে ২০০/২৫০টাকা দরে বিক্রি হচ্ছে। আনারস প্রতি আলী ১৬০টাকা দর থেকে ২০০/২৫০টাকা দরে বিক্রি করা হচ্ছে। আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল, বাজারে আসতে শুরু করেছে। তাই জাতীয় ফল কাঁঠালের চাহিদা বেড়েছে।