ছবি: আগামী নিউজ
রাঙামাটিঃ গত ৩০মে দিবাগত রাতে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার বরফকল উপজেলাধীন ছোট হরিণা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩৩টি পরিবারের মাঝে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে ৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৬৫ হাজার টাকা সহায়তা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সুবীর কুমার চাকমা, বিশেষ অতিথি ছিলেন ৪নং ভুষণছড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, বরকল উপজেলা আওয়ামিলীগের আহ্বায়ক ডাঃ নজরুল।
ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকাটি পরিদর্শনকালে প্রধান অতিথি বলেন, ভবিষ্যতে আরো যেটুকু সহায়তা করা যায় সে ব্যাপারে এমপি দীপংকর তালুকদার ও জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের কাছে অবহিত করে আগামীতে আর্থিক ও ত্রাণ সামগ্রীর সহায়তার আশ্বাস দেন।