শরীয়তপুরঃ জেলায় জাতীয় ভিটামিন‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩জুন) সকাল ১০ঘটিকায় শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় আগামী ৫ থেকে ১৯ জুন ২০২১ জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সের শিশুকে একটি নিল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই বছর জেলায় মোট ১লক্ষ ৬৯ হাজার ৯৮৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় সিভিল সার্জন ডা: এস,এম, আব্দুল্লাহ আল- মুরাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৷ ভিটামিন ‘এ’ প্লাস বিষয় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ মাসুদ হাসান।
এতে শরীয়তপুরে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোজাম্মেল হক। তিনি অবিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে তাদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা খাওয়ানোর আহবান জানান ৷