Dr. Neem on Daraz
Victory Day

বাজেট ঘোষনা: বেনাপোল কাস্টমসে সতর্কতামূলক ব্যবস্থা


আগামী নিউজ | মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: জুন ৩, ২০২১, ০২:৪৯ পিএম
বাজেট ঘোষনা: বেনাপোল কাস্টমসে সতর্কতামূলক ব্যবস্থা

ছবিঃ আগামী নিউজ

যশোরঃ জাতীয় সংসদে বাজেট ঘোষনার কারনে বুধবার রাত ১২ টা থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বেনাপোলে কাস্টম হাউজে ‘বিল-অব এন্টি’ দাখিল ও মেনিফেস্ট (আইজিএম) এন্টি বন্ধ রাখতে বলা হয়েছে। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন বেনাপোল কাস্টমস হাউজে কোন বিল অব এন্ট্রি দাখিল হচ্ছে না।

পাশাপাশি নতুন মেনিফেস্ট (আইজিএম) এন্টি বন্ধ থাকায় আগের আইজিএম করা পণ্য আসছে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে। শুক্রবার সাপ্তাহিক ছুটির বন্ধের পর শনিবার (৫ জুন) থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে। তবে বাজেটের আগের দাখিলকৃত বিল অব এন্ট্রির সকল কার্যক্রম ও মালামাল খালাস করা হচ্ছে।

বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার এস এম শামীমুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার রাতে এ কথা বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উত্থাপিত হবে তাই ‘পূর্ব সর্তকতা মুলক’ ব্যবস্থা গ্রহন ও ‘বাজেট ঘোষনা পরবর্তী করনীয়’ আলোচনার জন্য বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত কাস্টম হাউজে ‘বিল-অব এন্টি’ দাখিল ও মেনিফেস্ট এন্টি বন্ধ রাখা হয়েছে এবং এ সময়ে কোন ধরনের বিল অব এন্ট্রি বাতিল বা কোন ধরণের পরিবর্তন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

যে সকল পণ্য চালানের আইজিএম দাখিল করা হয়েছে কিন্তুু বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি সে সকল পণ্য চালান সনাক্ত করতে হবে। প্রয়োজনে কোন পণ্য চালান শুল্কায়নের পূর্বে দাখিলকৃত আইজিএম এর সাথে ক্রস চেক করতে হবে। শুল্কহার পরিবর্তন (যদি থাকে) এ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম আপডেট না হওয়া পর্যন্ত বাজেট দলিলাদির মুদ্রিত কপি রেখে শুল্কহার সম্পর্কে নিশ্চিত হয়ে সহকারী কমিশনারের নিম্নে নয় এমন কর্মকর্তা পর্যায়ে শুল্কায়ন করতে হবে। প্রয়োজনে আইনানুযায়ী সুরক্ষা হয় সাময়িক শুল্কায়ন করতে হবে।

বেনাপোল কাষ্টম ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বেনাপোল কাস্টম হাউজ থেকে কাষ্টম কমিশনারের পক্ষে উপ কমিশনার স্বাক্ষরিত এক পত্রে এসব জানানো হয়েছে। বিষয়টি আমাদের সদস্যদের অবহিত করা হয়েছে। আগামী রোববার (৬ জুন) সকাল থেকে নতুনভাবে শুল্কায়ন সংক্রান্ত সকল কার্যক্রম চলবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে