Dr. Neem on Daraz
Victory Day

মাছ ধরতে গিয়ে লাইট মারাকে কেন্দ্র করে প্রবাসী নিহত


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ৩, ২০২১, ১২:২৮ পিএম
মাছ ধরতে গিয়ে লাইট মারাকে কেন্দ্র করে প্রবাসী নিহত

ছবিঃ আগামী নিউজ

নোয়াখালীঃ বৃষ্টিতে মাছ ধরতে গিয়ে লাইট মারাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় নোয়াখালীর বেগমগঞ্জে ফজলুল করিম ওরফে সোহেল (২৮) নামে এক লেবানন প্রবাসী নিহত হয়েছেন।
 
বুধবার (২ মে) রাত পৌনে ৮টার দিকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
এর আগে, মঙ্গলবার (১ মে) রাতে গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজ্জাকপুর গ্রামের আতার বাড়িতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
 
নিহত সোহেল ওই বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। তিনি কিছুদিন আগে লেবানন থেকে বাড়িতে আসেন।
 
নিহত সোহেলের চাচাতো ভাই খলিলুর রহমান জানান, বাড়ি জায়গাজমি নিয়ে সোহেলদের সঙ্গে তার আরেক চাচা মৃত জয়নাল আবেদীনের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে বৃষ্টির সময় পুকুরপাড়ে কৈ মাছ ধরতে গেলে লাইট মারাকে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জয়নাল আবেদীনের ছেলে মহিন উদ্দিন ও মো. মনির সোহেলকে বেদম মারধর করে এবং কুপিয়ে জখম করেন।
 
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।
 
গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মিজানুর রহমান বলেন, ‘তুচ্ছ ঘটনার জেরে একটি তাজাপ্রাণ ঝরে গেল। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি করছি।’
 
গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হুদা বলেন, ‘বিষয়টি মর্মান্তিক। থানা পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছি।’
 
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে গিয়ে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।’
 
তিনি আরও বলেন, ‘পারিবারিক পূর্ব বিরোধের জেরে তুচ্ছ ঘটনায় এ মৃত্যুতে অভিযোগ অনুযায়ী জড়িত সবার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে