Dr. Neem on Daraz
Victory Day

ধামইরহাটে গ্রামীন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন 


আগামী নিউজ | মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: মে ৩১, ২০২১, ০৭:২৫ পিএম
ধামইরহাটে গ্রামীন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন 

ছবি: আগামী নিউজ

নওগাঁরঃ জেলার ধামইরহাটের বিহারীনগর (বেড়াডাঙ্গা) পাকা রাস্তা থেকে দক্ষিণ চকযদু হয়ে হাটখোলা পর্যন্ত গ্রামীন রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

পৌরসভা সূত্রে জানা গেছে, সোমবার (৩১ মে) সকাল ৮ টার দিকে দক্ষিণ চকযদু গ্রামে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ শহীদুজ্জামান সরকার এমপি'র বিশেষ বরাদ্দে হাটখোলা-দক্ষিণ চকযদু ও বিহারীনগর বেড়াডাঙ্গা গ্রামের প্রায় ১০ হাজার মানুষের কষ্ট লাঘবে গ্রামীন এ রাস্তাটি নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী মন্ডল।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, প্যানেল মেয়র কাউন্সিলর মুক্তাদিরুল হক (মুক্তা), কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানা বাশার (কানন), কাউন্সিলর আমজাদ হোসেন প্রমুখ।
 
বর্ষাকালে চলাচলের অযোগ্য এই রাস্তাটি উপজেলার ফতেপুর, গোড়খাইতাড়া, তালঝাড়ী, বিহানীগর, মঙ্গলকোঠা, হাটখোলাসহ বিভিন্ন গ্রামের প্রায় ১০ হাজারের অধিক মানুষ চলাচল করে। রাস্তাটি নির্মাণ সম্পন্ন হলে ১০ হাজার মানুষ চলাচলের সুবিধা ভোগ করবে।  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে