Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় র‌্যাবের হাতে ৭ জুয়াড়ী আটক


আগামী নিউজ | দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি  প্রকাশিত: মে ৩১, ২০২১, ০৭:১৮ পিএম
দুপচাঁচিয়ায় র‌্যাবের হাতে ৭ জুয়াড়ী আটক

ছবি: আগামী নিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ট্রাক সমবায় সমিতির কার্যালয়ে রোববার (৩০ মে) দুপুরে  তাস দিয়া জুয়া খেলার সময় ৭ জুয়াড়ী কে আটক করেছে  র‌্যাব-১২।

আটককৃতরা  হলেন বগুড়ার কাহালু উপজেলার খাড়িয়া নিশিন্দারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে সুজন মন্ডল (৩৮), গুন্দিশ্বরের রজিমুদ্দিনর ছেলে রেজানুল হক প্রাং (৩৫), দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার লাফাপাড়ার মৃত ওসমান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৯), মৃত গদা রাম রাজভরের ছেলে রতন রাম রাজভর (৫২), সাবলার মৃত সামছুল হক মোল্লার ছেলে হাবিবুর রহমান হানান (৪২), রসুলপুরের মৃত খালেক আকন্দের ছেলে ওমর ফারুক আকন্দ (৩৬), তালোড়া মুন্সিপাড়ার মৃত সাদিকুল আলম খন্দকারের ছেলে রফিকুল আলম খন্দকার বাচ্চু (৬০)।

র‌্যাব-১২ ঘটনাস্থল থেকে ১৬.৫ গ্রাম ইয়াবা উদ্ধার করেছে। আটককৃতদের বিরুদ্ধে রোববার রাতেই দুপচাঁচিয়া থানায় মামলা করেছে র‌্যাব-১২ ।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানায়, আটককৃত ওই ৭ জন কে সোমবার (৩১ মে)  বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে