Dr. Neem on Daraz
Victory Day

মাগুরায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা


আগামী নিউজ | মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৩০, ২০২১, ০৬:৪৩ পিএম
মাগুরায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

সংগৃহীত

মাগুরা: মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেছে জোবায়ের সরদার (১৭) নামে এক কিশোর।

রবিবার ( ৩০ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জোবায়ের মাগুরার মহম্মদপুরের মৌশা গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে। সে এ বছর মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, জোবায়েরের বেশ কিছুদিন ধরে বাবা-মার কাছে আরএম থ্রী ব্রান্ডের একটি মটরসাইকেল কিনে দিতে বায়না করে আসছিলো। তার বাবা মিজানুর রহমান পেশায় একজন সাধারণ ডিম ব্যবসায়ী।

বাবার আর্থিক সামর্থ না থাকায় কিছুদিন পরে কিনে দিবে বলে তাকে জানায়। এরই এক পর্যায়ে গত শনিবার সকালে জোবায়ের পুনরায় তার বাবার কাছে মটরসাইকেল কেনার দাবি করে। তার দাবি মতে তাৎক্ষণিকভাবে মটরসাইকেল কিনে দিতে অস্বীকার করায় অভিমান করে নিজ মুরগির খামারে গিয়ে কীটনাশক পান করে। গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে সে মারা যায়। 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে