Dr. Neem on Daraz
Victory Day

তালশাঁসের চাহিদা বেড়েছে চুনারুঘাটে


আগামী নিউজ | শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মে ২৭, ২০২১, ০২:০২ পিএম
তালশাঁসের চাহিদা বেড়েছে চুনারুঘাটে

ছবিঃ আগামী নিউজ

হবিগঞ্জঃ জ্যৈষ্ঠের প্রচণ্ড গরমে হবিগঞ্জের চুনারুঘাটে বেড়েছে তালশাঁসের চাহিদা। গত সোমবার ও মঙ্গলবার রাতে বৃষ্টি হলেও গরমের তীব্রতা যেন কমছেই না! গরমে তিপ্তী মেটাতে তালশাঁসের চাহিদা বেড়েছে।
 
স্থানীয় ব্যবসায়ীরা গ্রামাঞ্চল থেকে তাল সংগ্রহ করে বেপারিদের কাছে বিক্রি করছেন। একই সঙ্গে চুনারুঘাট পৌরশহরে সড়কের পাশে এবং বিভিন্ন অলিগলিতে বিক্রি হচ্ছে তালশাঁস।
 
আকারভেদে প্রতিটি তাল বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ টাকায়।  ব্যবসায়ী রহমত আলী, সনজব আলী বলেন, তালে এখনাে পুরােপুরি শাঁস হয়নি। ব্যাপারীদের চাহিদার কারণে তাল কাটতে হচ্ছে। প্রতিটি তাল প্রকারভেদে ৫থেকে১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। পাইকারি বিক্রি হচ্ছে ৩থেকে৬ টাকায়।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোজাম্মেল হোসেন বলেন, পানি তালের অনেক উপকারিতা রয়েছে। তবে অধিক খাওয়া ঝুঁকিপূর্ণ।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে