পিরোজপুরঃ মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে পানিতে তলিয়ে গেছে রাস্তা ঘাট। পানিবন্ধি হয়ে পরেছে বলেশ্বর নদী বেষ্টনী এলাকার ৫ টি ইউনিয়নের সহস্রাধিক পরিবার। খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। শত-শত পরিবার গৃহ পালিত পশু নিয়ে বিপাকে পরেছেন। মঙ্গলবার রাতে স্বাভাবিক জোয়ারের তুলনায় ৮ ফুট পানি বেশী হওয়ায় মাছের ঘের ডুবে যাওয়ায় হতাশ হয়েছেন মৎস্য চাষিরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের বলেশ^র নদীর মাঝখানের ক্ষুদ্র দ্বীপ মাঝের চর পানিতে প্লাবিত হয়ে গেছে। ভেঙে গেছে অর্ধ শতাধিক রাস্তা। বৈদ্যুতিক খুটি উপড়ে পরেছে। অর্ধ শতাধিক দোকান ঘর বসত ঘর উল্টে পরেছে। তবে বড়ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি। বড়মাছুয়া স্টীমার ঘাট থেকে মঠবাড়িয়া উপজেলা শহর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার মূল সড়কের ওপর দিয়ে পানি গড়িয়ে পরছে। যেকোন সময় এই মূল সড়কটি ভেঙ্গে যেতে পারে। উপজেলার আমড়াগাছিয়া, সাপলেজা ও তুষখালী এলাকার আরও প্রায় ২০ কিলোমিটার মূল সড়ক গড়িয়ে পানি আসা-যাওয়া করছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার ক্ন্ডুু মাত্রারিক্ত জোয়ারের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলায় ৭৫ টি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি বহু স্কুল ভবন প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে পানিবন্ধি এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, রান্নার উপকরণ বিতরণ করা হয়েছে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানি প্রস্তুত রাখা হয়েছে। তিনি সকলকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার জন্য অনুরোধ করছেন।